আতাউর রহমান : যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাজার থেকে আজ সকাল ১১ টা দিকে অপহরন বলে জানা গেছে। শিশুর বাবা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম এই অভিযোগ করেছেন। শিশুটির বাবা জানান, অপরিচিত এক নারী ১৫ দিন আগে আমাদের বাসায় এসে মাতৃত্বকালীন কার্ড করে দেবে বলে জানায়। সকালে বাসায় এসে আমার স্ত্রী ও আমার বাবাকে বাগআঁচড়া বাজারে নিয়ে যায়। সেখানে নাস্তা করার জন্য রেস্তোরাঁয় যায় সবাই। আমার স্ত্রী ও আমার বাবা নাস্তা করার সময় ওই নারী আমার ছেলেকে কোলে নিয়ে রেস্তোরাঁর বাইরে যায়। পরে তাকে আর পাওয়া যায়নি।” পুলিশ শিশুটিকে খুঁজতে শুরু করেছে বলে জানিয়েছেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস। তিনি বলেন, পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। ওই নারীকে চিহ্নিত করার পাশাপাশি শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

