যশোর অফিস : যশোরে বর্ণাঢ্য আয়োজনে শনিবার শুরু হয়েছে খুলনা বিভাগীয় আন্ত: উপজেলা আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বালক গ্রুপের ফাইনালে উঠেছে যশোর ও সাতক্ষীরা জেলা দল। অপরদিকে, বালিকা গ্রুপের ফাইনালে উঠেছে নড়াইল ও ঝিনাইদহ জেলা দল। আগামী ৭ ডিসেম্বর এ দুটি ফাইনাল ম্যাচ হবে যশোর ঈদগাহ ময়দানে। শনিবার যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বালক গ্রুপের প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা জেলা দল ৪৩-৩০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে কুষ্টিয়া জেলা দলকে। এ জয়ে ফাইনালে ওঠে সাতক্ষীরা জেলা দল। সাতক্ষীরা জেলা দল ৪ টি বোরন্স, ৪ টি লোনা ও ৩৫ আউট পয়েন্ট পায়। অপরদিকে, কুষ্টিয়া জেলা দল ৪ টি বোনাস , ২ টি লোনা ও ২৪ আউট পয়েন্ট পায়। দ্বিতীয় সেমিফাইনালে যশোর জেলা দল ৫২-২৬ পয়েন্টের বড় ব্যবধানে হারায় ঝিনাইদহ জেলা দলকে। এ জয়ে প্রতিযোগিতার ফাইনালে ওঠে যশোর জেলা দল। যশোর জেলা দল ৪টি বোরন্স, ৬ টি লোনা, আউট ৪১ ও ১ টেকনিক্যাল পয়েন্ট পায়। অপরদিকে, ঝিনাইদহ জেলা দল ৬ টি বোনাস ও ও ২০ আউট পয়েন্ট পায়। বালিকা গ্রুপে নড়াইল জেলা দল ৪৫-৮ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে কুষ্টিয়া জেলা দলকে। এ জয়ে ফাইনালে ওঠে নড়াইল জেলা দল। নড়াইল জেলা দল ৬ লোনা, ১ বোরন্স এবং ৩৮ আউট পয়েন্ট পায়।

