যশোর প্রতিনিধিঃ যশোরে বৃহস্পতিবার নুতন করে আরো তিনজন করোনা শনাক্ত হয়েছে। এবং ৪ চিকিৎসকসহ ১৬ জন করোনা মুক্ত হয়েছে৷ করোনা আক্তান্তরা সকলেই অভয়নগরের বাসিন্দা। তাদের মধ্যে  দুইজন মহিলা অপরজন পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি আরো জানান, যে সকল চিকিৎসক করোনা মুক্ত হয়েছে তারা হলেন যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক মৌসুমী ভদ্র,চৌগাছা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডা.নাহিদ সিরাজ,মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মেটানিটি) ডা. আসাদুজ্জামান,মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডা.আশরাফুর রহমানসহ বিভিন্ন উপজেলার ১৬ জনকে ২৪ ঘন্টায় করোনা মূক্ত ঘোষনা করা হয়েছে৷ যশোরে আক্রান্তের সংখ্যা ১শ’১৪ জন। এবং  তাদের মধ্য  এপর্যন্ত ৯৪ জনকে করোনা মুক্ত  ঘোষনা করা হয়েছে৷ যশোরর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ জানান, বৃহস্পতিবার যবিপ্রবি থেকে ২৬ জনের নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে  মধ্যে ওই তিনজনের পজেটিভ এসেছে। পরবর্তী কার্যক্রম চলছে। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন জানান, তিনজনের মধ্যে দুইজন স্বামী স্ত্রী । তারা কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। তারা পৌর এলাকার বাসিন্দা। অপর জন মহিলা। তার বাড়ি পায়রা এলাকায়। সকলের বাড়ি লকডাউন করা হয়েছে বলেও তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *