যশোর অফিস : যশোরের ডিবি পুলিশ আলাদা অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।
ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন ঝুমঝুমপুর উত্তর পাড়ার ইসমাইল হোসেন মিঠু (৩৪) তার বাড়িতে গাঁজা বিক্রি করছেন। সংবাদ পেয়ে তিনি সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং ঘর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করেন। মিঠু ওই এলাকার আলী আহম্মেদের ছেলে।
তিনি অপর এক অভিযানে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের বাবলাতলা মোড়স্থ একটি দোকানের সামনে থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেন। ইলিয়াস সদর উপজেলার সোহাগের বাড়ির ভাড়াটিয়া মৃত হামিদ সরদারের ছেলে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *