যশোর অফিস : যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা জানিয়েছেন, গত রোববার রাত পৌনে ৮টারদিকে সদর উপজেলার বোলপুর গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে ২শ গ্রাম গাঁজাসহ জাহিদ হাসান চন্দন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। সে বোলপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল আওয়ালের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এএসআই মহাসিন আলী জানিয়েছেন, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের আরএন রোডস্থ যাত্রীক পেট্্েরাল পাশেরর পেছন থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান শিকদার (২৩) নামে এক যুবককে আটক করা হয়। সে বেজপাড়া মেইন রোডস্থ বিদ্যুৎ অফিসের পাশের বাবু শিকদারের ছেলে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *