সমাজের আলোঃ সামাজিক দূরত্ব না মেনে ও পৌরসভা এবং পুলিশ প্রশাসনের নির্দেশ মানছেন না অবৈধভাবে চলাচলরত ইজিবাইকের চালকেরা। করোনার অজুহাতে ভাড়া বৃদ্ধি করলেও সামাজিক দূরত্ব এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রশাসন ও পৌরসভার দেওয়া নির্দেশ মানছেনা। উল্টো বৃদ্ধিকৃত ভাড়া না কমানোর ফলে যাত্রীরা বিক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীরা বলেছেন, যে সব ইজিবাইকের চালকেরা পৌরসভা ও পুলিশ প্রশাসনের নির্দেশ না মেনে তিন জনের বেশী যাত্রী পরিবহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে যশোর সদর হাসপাতালের সামনে পর্যন্ত ভাড়া ৫ টাকার স্থলে করোনা ভাইরাস মোকাবেলায় এক একটি ইজিবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করার কথা থাকলেও তা না মেনে উল্টো ১০ টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে যাত্রীরা ইজিবাইকের চালকদের বিরুদ্ধে পৌরসভা ও পুলিশ প্রশাসন কর্তৃক ভাড়া বৃদ্ধি
