সমাজের আলো : গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের বয়স ৩২-৯০ বছরের মধ্যে। তাদের দুইজন যশোরের এবং তিনজন ঝিনাইদহের বাসিন্দা। আরএমও ডা. আরিফ আহমেদ বলেন, হাসপাতালের রেড জোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ৭১ এবং ইয়েলো জোনে ২৩ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন নয় এবং ইয়েলো জোনে দশজন। এদিকে, যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানে যশোরের ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ শতাংশ।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *