যশোর অফিস যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগে ১০ দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহৃত কলেজ ছাত্রীর মা যশোর সদর উপজেলার রামনগর কামালপুর গ্রামের কবীর হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন বাদি হয়ে ১ ডিসেম্বর মঙ্গলবার মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করা হয়। আসামি হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ হাবিবের ছেলে মোঃ হাসানুজ্জামান হৃদয় (২২)সহ অজ্ঞাত নামা ২/৩ জন। মামলার অভিযোগে তাসলিমা খাতুন উল্লেখ করেন, আমার মেয়ে উর্মি খাতুন (১৭) এইচ এসসিতে লেখাপড়া করে। কলেজে যাওয়া আসার সময় আসামি হৃদয় আমার মেয়ে উর্মিকে বিভিন্ন সময় উক্তত্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো। আসামির কথায় রাজি না হওয়ায় আমার মেয়ে উর্মিকে অপহরনের পর ক্ষতি করার ষড়যন্ত্র ও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। উর্মি আমাদেরকে বিষয়টি না জানালে আমরা আসামিকে এধরনের কার্যকলাপ করতে নিষেধ করি। কিন্তু আসামি আমাদের কথায় কোন কর্ণপাত করে না। ২২ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় উর্মি চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে কোচিং সেন্টারে কোচিং করতে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে কোচিং থেকে বাড়ি আসার পথে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড আবু হোটেলের সামনে পৌছুলে তাকে দাঁড় করিয়ে আগে থেকেই ওৎ পেতে থাকা আসামি ও তার সহযোগিদের সহায়তায় নাবালিকা উর্মিকে অপহরণ করে একটি গাঁড়িতে উঠিয়ে নিয়ে যায়। মেয়ে বাড়ি ফিরে না আসায় আমি ও আমার বাড়ির লোকজন উর্মিকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকি। ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৩ টা ২০ মিনিটের সময় অপহরণকারি হৃদয় আসামির মোবাইল দিয়ে আমার মোবাইলে ফোন দিয়ে বলে উর্মি আমার কাছে আছে। উর্মিকে ফোন দিতে বলি। উর্মি আমার সাথে কথা বলে। উর্মি তাকে মোবাইলে জানায় আসামি হৃদয়, সহযোগি আসামিদের সহায়তায় তাকে আসামিদের বাড়ি একটি ঘরে আটকিয়ে রেখেছে। পরে আসামি হৃদয় একাধিকবার তাসলিমার মোবাইলে ফোন দিয়ে কথা বলে ও মেয়েকে উদ্ধার করে আনতে বলে। আসামি হৃদয়ের সাথে তাসলিমার বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত যোগাযোগ ও কথাবার্তা হয়। পরে হৃদয় মোবাইল বন্ধ করে দেয়। আসামি যে কোন সময় আমার মেয়ে উর্মিকে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আশংকা করছি। মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহিদুর রহমান জানান, মামলাটা হাতে পেয়েছি অপহৃত কলেজ ছাত্রী উর্মিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *