সমাজের আলো: যশোর সদর উপজেলার বাহাদুরপুরে গণধর্ষণের অভিযোগে স্বামী পরিত্যক্ত এক নারী কোতয়ালি থানায় ৩জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলো, খুলনার ফুলতলা উপজেলার সত্তিপুর গ্রামের রসময় কুন্ডুর ছেলে মানিক কুন্ডু (৩৭), আলকা গ্রামের নবী খাঁ’র ছেলে আনোয়ার হোসেন (৩০) এবং বাগেরহাটের চিতলমারি উপজেলার হিজলা গ্রামের আসমত আলী কাজীর ছেলে রিয়াজুল (৩৫)। এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার বাড়ি খুলনার ফুলতলায় হলেও তিনি যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামের ধর্ম পিতার বাড়িতে থাকেন। তার একটি ছেলে আছে। আসামিরা তার পূর্ব পরিচিত। কয়েক বছর ধরে আসামিদের সাথে কথাবার্তা এবং সাক্ষাৎ হয়। আসামি মানিক কুন্ডু তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১২ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর থেকে যশোরের নিয়ে আসে। মনিহারের সামনে বাকি দুইজনের সাথে দেখা হয়। তারা চারজন একটি হোটেলে নাস্তা করার পর একটি ইজিবাইকে করে বাহাদুরপুর এলাকায় নিয়ে যায়। যাওয়ার পথে যশোর-মাগুরা সড়কের পাশে প্রাণি সম্পদ অফিসের বিপরীতে আব্দুল খলিলের নির্মানাধীন ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তারা কুপ্রস্তাব দেয় এবং ভয়ভীতি দেখায়। পরে জোর করে মানিক প্রথমে তাকে ধর্ষণ করে। পরে বাকি দুইজন ধর্ষণ করে। পরে তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

