যশোর প্রতিনিধি: যশোরে গাঁজা চাষের অভিযোগে নুর নবী হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এসময় নুর নবীর বসতবাড়ির আঙিনা থেকে পাঁচটি গাঁজা উদ্ধার করা হয়েছে।র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার সকাল আটটার দিকে শহরতলির মাহিদিয়া গ্রাম থেকে ওই গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। নুরনবী মাহিদিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। পশ্চিমপাড়ায় নুর নবীর বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ হচ্ছে। এই খবরে র্যাব অভিযান চালিয়া ১৪ ফুটেরও বেশি লম্বা পাঁচটি গাঁজাগাছসহ নুর নবীকে আটক করে।

