যশোর অফিস সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিবদিয়া গ্রামের এক বাড়ির গোয়ালঘর হতে দু’টি এড়ে গরু চুরি পালাবার কালে এক চোর ধরা পড়ে গণপিটুনীর শিকার হয়েছে। গণপিটুনী চোরের নাম রফিকুল ইসলাম। সে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার নুরনগর কলোনী মৃত মধু শেখ এর ছেলে। এ সময় সহযোগী আরো ৩জনসহ অজ্ঞাতনামা ২/৩জন পালিয়ে গেছে। এরা হচ্ছে, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ডিঙ্গেদাহ (খেজুরা) গ্রামের জুমাত আলীর ছেলে শামীম আহম্মেদ,ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মোস্তাক আহম্মেদ ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জন। যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া (সরকারপাড়া) গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে আনোয়ার হোসেন শনিবার ১০ অক্টোবর সকালে কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তিনি কৃষিকাজ ও পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার দিবাগত রাতে সে তার ১লাখ ২০ হাজার টাকা মূল্যের দু’টি এড়ে গরু ঘরের পূর্ব পাশের্^ গোয়ালঘরে রেখে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টায় পুনরায় গরু দু’টি গোয়াল ঘরে দেখে পুনরায় শুয়ে পড়ে। হঠাৎ রাত আড়াইটার সময় সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘর হতে এড়ে দু’টি গরু চুরি নিয়ে যাওয়ার সময় এড়ে গরু দাপানি ও ডাকলে আনোয়ার হোসেনের ঘুম ভেঙ্গে যায়। ওই রাতে গোয়াল ঘরে যেয়ে দেখেন এড়ে গরু দু’টি নাই। চিৎকার শুরু করলে এলাকার লোকজন উঠে চারিদিকে খুজতে শুরু করে। এ সময় একটি এড়ে গরু সহ রফিকুল ইসলামকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর এড়ে গরু অন্য মাঠের মধ্যে পেলেও চোর অন্ধকারে কৌশলে দ্রুত পালিয়ে যায়। ধৃত রফিকুল ইসলাম এলাকাবাসীর সামনে তার সহযোগী উক্ত চোরের নাম প্রকাশ করে। পরে সাজিয়ালী পুলিশ ক্যাম্পে খবর দিলে রাতে পুলিশ উক্ত চোরকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত চোর রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *