যশোর অফিস:  যশোরে চাঁদাদাবি ও জমি দখল চেষ্টার অভিযোগে অভয়নগরের জামিয়া আরাবিয়া মাদ্রসার দুই শিক্ষকসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার অভয়নগরের গাজীপুর গ্রামের আতাউর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুর ইসলাম অভিযোগের তদন্ত করে অভয়নগরের ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে।
আসামিরা হলো, অভয়নগরের গাজীপুর গ্রামের মৃত ফজলুর রহমান সরদারের ছেলে হাফিজুর রহমান ও জামিয়া আরাবিয়া মাদ্রাসার দুই শিক্ষক মাহমুদ হোসেন এবং জয়নাল আবেদিন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের সাভার পাড়া মৌজার বর্তমান ৭৭০ দাগের জমি আতাউর রহমানের বসত বাড়ি। এ জমির বন্টন নিয়ে বিরোধের সৃষ্টি হওয়ায় আতাউর রহমানের পিতা আদালতে একটি দেওয়ানি মামলা করেছেন। যার নম্বর ১৪৯/১৪ এখনো বিচারধীন। গত ১১ ডিসেম্বর বিকেলে আসামিরাসহ আরও ১৫/২০ জন এ জমি দখল নিতে হামলা চালায়। বাধা দিলে আসামিরা ২০ লাখ টাকা দাবি করে। একই সময় দখলকারী মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা দাবি করে এ জমি মাদ্রাসায় দান করেছে জমির মালিক। আদালতে বিচারাধীন জমি দান করে বিবাদের সৃষ্টি ও খুন জখমের হুমকির অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *