যশোর অফিস
রাত নামলেই যশোর শহরের আলো-আঁধারিতে ভেসে ওঠে কিছু মুখ আধুনিক সাজে সজ্জিত, কণ্ঠে মিষ্টি সুর, চোখে রহস্যের ছায়া। দূর থেকে দেখলে মনে হয় নারী হিজড়ার দল,কিন্তু স্থানীয়দের দাবি—তাদের বেশ কয়েকজন আসলে পুরুষ, যারা নারী সেজে অপরাধের জাল বুনছে শহরময়।
সূত্র জানায়, সন্ধ্যার পর থেকেই এ চক্রের সদস্যরা শহরের জনবহুল জায়গায়—মনিহার, নড়াইল বাসস্ট্যান্ড, পৌর পার্ক এলাকা বা শপিংমলে—অবস্থান নেয়। তারা ভিড়ের মধ্যে এমনভাবে মিশে পড়ে যেন কেউ তাদের সন্দেহই না করে। মুহূর্তের সুযোগে হাতিয়ে নেয় নারীদের ভ্যানিটি ব্যাগের টাকা-পয়সা ও মোবাইল ফোন।
মুড়লী মোড় এলাকার ভুক্তভোগী মোহাম্মদ সুবহান গাজী জানান,“ওরা হাসিমুখে কথা বলে, যেন পরিচিত কেউ। কিন্তু এক মুহূর্তেই ব্যাগ থেকে জিনিস উধাও। আর কেউ বাধা দিলে দল বেঁধে হামলা করে বসে।”
স্থানীয়দের ভাষায়,এই ছদ্মবেশি চক্র শুধু চুরি নয়, আপত্তিকর কর্মকাণ্ডেও জড়িত। অনেকে দাবি করেছেন তাদের মধ্যে কয়েকজন শহরের কিছু পুরুষের সঙ্গে গোপনে রোমান্টিক সম্পর্কে লিপ্ত। এদের দেখা মেলে খালদার রোডের একটি ভাড়া বাসায়,কখনও কোর্ট এলাকার অন্ধকার গলিতে, আবার কখনও সিনেমা হলের আশপাশে।
চেহারায় গ্লিটার, ঠোঁটে গাঢ় লিপস্টিক, মাথায় কৃত্রিম খোপা—তাদের সাজ যেন রূপকথার চরিত্র, কিন্তু মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর বাস্তবতা। হাতের রঙের সঙ্গে মুখের রঙের পার্থক্য, নকল চুল আর কৃত্রিম ভঙ্গিমা—এগুলোই তাদের আসল চিহ্ন।
যশোর শহরের ব্যবসায়ীরা ও স্থানেও বাসিন্দারা নাম প্রকাশ না করার স্বার্থে বলছেন,“ওদের বিরুদ্ধে কেউ কথা বললে বিপদ। দল বেঁধে হামলা করে। তাই সবাই ভয় পেয়ে চুপ থাকে।”
যশোর শহরে দীর্ঘদিন ধরে এমন তৎপরতা চললেও প্রশাসনের তেমন কোনো কঠোর পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয়দের আশা—রহস্যের এই মুখোশ উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে, না হলে এই ছদ্মবেশি হিজড়া গংরা আরও সাহসী বেপরোয়া হয়ে উঠবে।
এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেছেন, এসব ছদ্দবেশী প্রতারক হিজড়া গংদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ছদ্মবেশে কাজ করছে।

