যশোর অফিস :- যশোরে রেলস্টেশন এলাকায় ট্রেনে ওঠার সময় অসাবধানবশত পড়ে গিয়ে শফিকুল ইসলাম ওরফে সেন্টু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে যশোর রেলস্টেশন প্লাটফর্মে এঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওরফে সেন্টু চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনা নতুন বাজার এলাকার মৃত মোশারফ হোসেন ও মাতা সাজেদা বেগমের ছেলে।

বুধবার খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনটি সকাল সাড়ে দশটার দিকে যশোর স্টেশনে আসলে ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত তিনি পড়ে গিয়ে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহায়তায় আহত সেন্টুকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বেলা সোয়া এগারোটার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *