যশোর অফিস শনিবার ২৮ নভেম্বর করোনা ভাইরাসে যশোর জেলায় নতুন করে ১১জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় সংক্রমণ করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্য দাঁড়িয়েছে প্রায় ৪৪শ’। মারা গেছে ৫১জন ও সুস্থ্য হয়েছেন, ৪০৫৮জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শনিবার ২৮ নভেম্বর সকালে যশোরের সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ২৮ নভেম্বর শনিবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৮৫টি নমুনার রিপোর্ট প্রেরণ করে। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩১ টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ১ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। নতুন করে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের মধ্য যশোর সদর উপজেলায় ৯জন্য ও ২জন শার্শা উপজেলায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *