শহিদ জয়, যশোরঃ যশোরে সোমবার নতুন করে ১১ জন করোনা শনাক্ত হয়েছে। এরমেধ্যে সাতজনই অভয়নগর উপজেলার বাসিন্দা।বাকি চারজন যশোর সদরের। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।
যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ জানান, সোমবার যবিপ্রবি থেকে যশোরের মোট ৭৭ টি ফলাফল এসেছে। তারমধ্যে ১১ জন পজেটিভ। যশোরের চারজনের একজন যশোর সদর হাসপাতালের আইসোলিশনে ভর্তি , আরেকজনের বাড়ি হামিদপুরে,অন্যজন ঘোপের।এছাড়া আরেকজনের বাড়ির সন্ধান এখনো পাওয়া যায়নি।বাকি ৭ জন অভয়নগর উপজেলার বাসিন্দা। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান বলেন, ঠিকানা সংগ্রহের কাজ চলছে।

