যশোর প্রতিনিধিঃ যশোরে আজ বুধবার আরো দুই জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এনিয়ে এই জেলায় মোট ১১১ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিললো। যদিও এদের  বাড়ি যশোর সদর উপজেেলায়৷আজ আক্রান্ত হিসেবে শনাক্তদের দুইজনের মধ্য একজনের বাড়ি শহরতলীর পুলের হাট(৪০), অপর জন  আরবপুর ইউনিয়ানের বড় বালিয়া ভেকুটিয়া(৩৭) দুই জনে পূরুষ৷ । যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন দুই জন করোনা পজেটিভ হওয়ার বিষয় টি নিশ্চিত করেন৷ সদর উপজেলার টি এইচ এ ডাক্তার আবু মাউদ জানান,গত ৩০ মে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এই দুই জনসহ যাদের করোনার শ্যাম্পুল কালেক শন করা হয়েছিলো তাদের ভিতর এই দুই জনের  রিপোর্ট পজেটিভ এসেছে৷ এক জনের বাড়ি পুলের হাট(৪০) অন্যজনের বড় বালিয়া ভেকুটিয়া(৩৭) দুই জন পুরুষ রোগী৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *