শহিদ জয় যশোর : যশোরে আলাদা দুটি অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী ও নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ।
যশোরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সোহেল গাজী সদর উপজেলার জিরাট গ্রামের নুর আলী গাজীর ছেলে। বুধবার রাতে অভয়নগর উপজেলার পাঁচকবর এলাকা থেকে তাকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মোহাম্মদ আব্দুল আলীম।
শাখারীগাতি গ্রামের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গত ৭ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা করা হয়। এই মামলায় সোহেল গাজী ছাড়াও তার ভাই শামীম গাজী ও জিরাট গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে আল আমিনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ গত ৭ অক্টোবর রাতেই শামীম গাজী ও আল আমিনকে আটক করে। কিন্তু পালিয়ে যায় সোহেল। গোপন সংবাদের প্রেক্ষিতে বুধবার আটকের পর বৃহস্পতিবার যশোর আদালতে সোপর্দ করা হয়। এ সময় আসামি সোহেল গাজী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন
এদিকে ,যশোরের কুখ্যাত সন্ত্রাসী ও হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ১২ মামলার আসামি চৌগাছার গণি ওরফে ওসমান গণিকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। চৌগাছা থানা পুলিশের একটি টিম ঢাকার মিরপুর থেকে বুধবার রাতে তাকে আটক করে। আটক গণি চৌগাছার বাগমারা গ্রামের মনু ওরফে মান্নান শেখের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপার্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চৌগাছার থানা পুলিশ জানিয়েছে গণি চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানা, চৌগাছা থানা, ঝিনাইদহের মহেশপুর থানায় মোট ১২টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি চারটি হত্যা মামলা রয়েছে। এছাড়া অস্ত্র, ডাকাতি মামলাও রয়েছে। এসর মামলার মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট চৌগাছা থানায় আসে। পরে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে যানা যায় দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া গণি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান শনাক্তের পর ঢাকার সাভার থেকে গণিকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। #




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *