যশোর অফিস : যশোরের পল্লীতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক ও প্রবাসীর স্ত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজাপুর জমাদ্দারপাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত অনুমান ১১ টায় রাজাপুর গ্রামের প্রবাসী আবু হাসানের স্ত্রী মনিরা খাতুনের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় একই গ্রামের আবু মুসার ছেলে হাদিউজ্জামান। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে এলাকাবাসী উভয়কে আটক করে অতঃপর স্থানীয় চাঁনপাড়া পুলিশে সোপর্দ করে। পরে চাঁনপাড়া ক্যাম্পের এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ হাদিউজ্জামান ও মনিরাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয়
