যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ইসালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা—প্রেমিকের প্রতারণা আর দীর্ঘ টানাপোড়েনের শেষ পরিণতি হিসেবে ঝরে গেছে দশম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার নদীর (১৬) জীবন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি আমগাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নাদিরার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সৃষ্টি হয়েছে গভীর চাঞ্চল্য।
প্রবাসী মকতুল মোল্লার মেয়ে নাদিরার পরিবার অভিযোগ করেছে একই গ্রামের নাজমুল নামে এক যুবকের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের মেয়ের। পরিবারের সদস্যদের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাজমুল নাদিরার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং শারীরিক সম্পর্কেও জড়ায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ছেলের পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিল নাদিরা।
চাচা লোকমান বাঙালি মোল্লা জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাদিরা মানসিক যন্ত্রণায় ভুগছিল। কিছুদিন আগে প্রেমজনিত কারণেই সে বিষপান করে; পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হৃদয়ের ক্ষত আর সারেনি।
মৃত নাদিরার মা শিল্পী বেগম জানান, সোমবার রাতে নাদিরা একাই নাজমুলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে গেলে ছেলের ভাই হাসান, হোসেনসহ পরিবারের কয়েকজন তাকে নির্মমভাবে মারপিট করে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য ওড়না পেঁচিয়ে বাড়ির উঠানের গাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে পুরো এলাকায় শোক, ক্ষোভ আর কান্নার স্রোত—এক কিশোরীর স্বপ্নভঙ্গের বেদনাদায়ক পরিসমাপ্তিতে মানুষ হতবাক।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নাদিরার মৃত্যু হয়েছে।” তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

