যশোর অফিস : যশোরে বিএনপির ডাকে দ্বিতীয় ধাপের প্রথম দিনের অবরোধ শান্তিপূর্ণভাবে সর্বাত্মকভাবে পালিত হয়েছে। এক সপ্তাহের অধিক সময় ধরে চলা পুলিশের অব্যাহত ধড় পাকড়ের মধ্যে দিয়ে রাজপথে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের অবরোধ পালন করেন দলটির নেতাকর্মীরা। বতর্মান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকে দ্বিতীয় দফার অবরোধের গতকাল রোববার ছিল প্রথম দিন।
দ্বিতীয় দফার অবরোধের আগের রাতে পুলিশ,র‌্যাব ও ডিবি পুুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিসহ বেশ কয়েকজন আটক করে ।
রোববার সকাল থেকে জেলার দুরপাল্লার কিংবা আঞ্চলিক কোন রুটে যাত্রীবাহী কিংবা পন্যবাহী কোন যানবাহন চলতে দেখা যায়নি। সকাল থেকে যশোরের সড়র,মহাসড়ক সর্বত্র দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন। বিশেষ করে যশোর-ঝিনাইদহ, যশোর-বেনাপোল,যশোর-খুলনা ,যশোর – মাগুরা মসহাসড়কের পাশাপাশি সকল আঞ্চলিক সড়কে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে একে পর এক মিছিল করতে থাকেন। আবার যশোর শহরের হাজী মহাসিন সড়ক,ঝুমঝুমপুর,নীলগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল করেন।
এ দিন ভোর থেকে যশোর- কেশবপুর সড়কে সড়কে গাছের গুড়ি ফেলে ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। নগর যুবদল যশোর-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল মিছিল করে। যশোর- নড়াইল সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল,যশোর-বেনাপোল সড়কে ধোপাখোলা নামকস্থানে সদর উপজেলা যুবদল ও ছাত্রদল সকাল থেকে একক কখনো পৃথক ভাবে মিছিল করে। এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যশোর-খুলনা মহাসড়কে , নীরগঞ্জ এলাকায় সিটি কলেজ ছাত্রদল সড়কে অবস্থান করে একের পর এক মিছিল করে।
এদিন যশোর কোন রুটে যাত্রী কিংবা পণ্যবাহী কোন পরিবহন চলতে দেখা যায়নি। বেলা আড়াই টায় সময় শংকপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র ছিল সম্পূর্ণ বিভিন্ন। টার্মিনালের বিশাল জায়গা জুড়ে সারিদ্ধভাবে শ শ বাস দাঁড়িয়েছিল। পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকরা জানান, সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আব্দুল আলিম নামের এক পরিবহন শ্রমিক বলেন, তিনি নিয়মিত যশোর- সাতক্ষীরা রুটে বাস চালান। রোববার সকাল থেকে বাসের মধ্যে বসে অলস সময় পার করছেন। কোন যাত্রী নেই, তাই তিনি বাস ধোয়া মোছার কাজ করে বসে আছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক বাস চালক জানান, প্রশাসনের পক্ষ থেকে বাস চালানোর জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
এর আগে সকালে মনিহার বাস স্ট্যান্ড ও খাজুরা বাস স্ট্যান্ড গিয়ে একই চিত্র দেখা যায়। যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া চারটি মহাসড়ক দিয়ে প্রতিদিন বেনাপোল স্থল বন্দর ও খুলনা শিল্পাঞ্চালের শ শ পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু রোববার সেটি চোখে পড়ে নি। বেলা তিন টায় যশোর খুলনা মহাসড়কের মুড়লী মোড়ে গিয়ে যায়,সড়কে কোন পণ্যবাহী যানবাহন নেই।
এদিকে পুলিশ শনিবার দিবাগত রাত র‌্যাব সদস্যরা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে আটক করে।
শনিবার রাব ভোর ও রোববার দিনের বেলা পুলিশ, র‌্যাব ও ডিবি পুুলিশ যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা সুলতান আহমেদ নূর মোহাম্মদ মশিয়ার রহমান,জসিম উদ্দিন, যুবদল নেতা সানি আহমেদ, মারুফ বিল্লাহ সানি,মশিয়ার রহমান, রাব্বি হোসেন মেহেদী, মোহাম্মদ বাবু সহ অন্ততঃ ১০ জনকে আটক করে।
এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মনিরামপুরে খানপুর ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন, নেহালপুর ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুর রহমান ও হরিহরনগর ইউনিয়ন যুবদল নেতা মমিনুর রহমান, বাঘার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার জাকির হোসন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক হাদিউজ্জামানসহ অন্তত ১৫জনকে আটক করে।
বিএনপির একাধিক নেতা কর্মীরা বলেন, দেশ রক্ষার এই অবরোধ কেবল বিএনপির মধ্যে সীমাব্ধ নেই। এটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। যে কারণে সাধারণ মানুষও স্বতস্ফূর্ত ভাবে তাদের যৌক্তিক কর্মসূচির প্রতি আকুন্ঠু সমর্থন জ্ঞাপন করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *