যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার
যশোর প্রতিনিধি
যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণ চোরাচালানবিরোধী অভিযানে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার,চারটি স্বর্ণালংকার এবং একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৯ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল যশোর সদরের থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় বিশেষ কৌশলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় স্বর্ণের বার ও অলংকারসহ শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিকাশ জানায়, তিনি ঢাকার তাঁতিবাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটককৃত স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা। এছাড়াও একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারবাড ও নগদ ১ হাজার ৫৪৯ টাকাসহ জব্দকৃত সবকিছুর মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।
আটক ব্যক্তিকে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চলবে।

