যশোর প্রতিনিধি : যশোর কোতয়ালি পুলিশ শহরের চারখাম্বা রাসেল চত্বর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে দুইটি লাল কসটেপে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু, দুইটি খালি টিনের জর্দার কৌটা, ১ম গ্রাম ধূসর বর্নের বিস্ফোরক সাদৃশ্র গুড়া, ১শ বক্স ম্যাচ, ১ম গ্রাম তামার তার ও ২৫টি জালের কাঠিসহ ৪ যুবককে আটক করে। আটককৃতরা হলো শহরের চারখাম্বা মোড়ের দিলীপ নায়েকের ছেলে অনীন্দ নায়েক দেবা (২২) ষষ্ঠিতলা বসন্ত কুমার রোডের কামরুল হাসানের ছেলে এহসান হাসান খান ওরফে নাইচ (২৩) ষষ্ঠিতলা পিটিআই রোডের ফারুক চৌধুরির ছেলে চৌধুরি নাফিজ জামান ওরফে রাফি (২০) ও ষষ্ঠিতলা কাস্টমস অফিসার বজলূর রহমানের বাড়ির ভাড়াটিয়া রফিকের ছেলে সোহাগ (২১)। এ ঘটনায় এস আই রফিকুল ইসলাম বাদি হয়ে মামলা করেন।
মামলায় তিনি বলেন, ২৮ মে শহরের আর এন রোড এলাকায় অবস্থানকালে গোপনে জানতে পারেন, পৌরসভার ৬ নং ওয়ার্ড রাসেল চত্বর সংলগ্ন এস কে এফ ঔষধ কোম্পানির ক্রয়কৃত পুরাতন ও পরিত্যক্ত দুইতলা বাড়ির নীচতলার রুমের মধ্যে কতিপয় ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে ঘটনা স্থলে পৌঁছুলে আসামিরা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় এদেরকে আটক করা হয়। এ সময় ধৃত আসামি অনিন্দ নায়েক দেবার ডান হাতে থাকা বাজার করা প্লাস্টিক ব্যাগের মধ্যে বালি দ্বারা বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় দুইটি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু, এহসান হাসান খান নাইচের বাম হাতে বাম হাতে থাকা প্লাস্টিকের সাদা রঙের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় দুইটি খালি টিনের জর্দার কৌটা, ১শ গ্রাম ধূসর বর্নের বিস্ফোরক সাদৃশ্য গুড়া, ১শ বক্স ম্যাচ, ১শ গ্রাম তামার তার ও ২৫ টি জালের কাঠি উদ্দার করে।
