যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে তিনটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার ভগবতীতলা গ্রামের আচর আলীর ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের জুমা আলী মোল্লার ছেলে বিপুল হোসেন ওরফে বিপ্লব। গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ইদ্রিসুর রহমান বাদি হয়ে আটককৃত দু’জনসহ পলাতক নড়াইল জেলার কালিয়া উপজেলার বর্তমানে যশোর শহরের বকচর এলাকার ভাড়াটিয়া শহিদুলকে আসামী করেছে।
বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী বিকেলে ডিবি’র একটি গোপন সূত্রে খবর পান শহরের প্রাণকেন্দ্র দড়াটানাস্থ দড়াটানা ব্রীজের উপর দু’জন ভ্যানচোর চোলাই ভ্যান বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল ৪ টায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দেখানো মতে দড়াটানা ব্রীজের উপর থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী উদ্ধার করে। আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক দু’জনের নাম উল্লেখ করেন। এ সময় আলমগীর হোসেনের দেখানো মতে একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী, বিপুল হোসেন ওরফে বিপ্লব ও পলাতক আসামী শহিদুল ইসলামের দখল হতে ২টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী উদ্ধার করে।

