যশোর অফিস : ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম সমিতির আয়োজনে রোববার ১২ ডিসেম্বর বেলা ১২ টায় যশোর শহরের নীলরতন ধর রোড অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে ভবদহ পানি নিস্কাশন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন,সংগঠনের আহবায়ক রনজিত বাওয়ালী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, পানি উন্নয়ন বোর্ড,লুটেরা ও দূবৃর্ত্ত রাজনৈকিত স্বার্থান্বেষী মহলের যোগসাজসে ভবদহ বাসীকে ডুবিয়ে মারার একেরপর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। র্দীঘদিন আন্দোলনে দাবি করে আসছি। পদ্ম- মাথাভাঙ্গা ভৈরবের নদীর সংযেযের সাথে মুক্তেশ^রী নদীকে যুক্ত করে প্রবাহমান করা। যা ব্যস্তবত সম্ভব হলেও ২০১৩সাল থেকে অদ্যবদি প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া প্রস্তাবিত প্রায় ৫০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল করার দাবি জানান। তাছাড়া, সংবাদ সম্লেনে উপস্থি ছিলেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ,আহায়বক রনজিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রনজিত বাওয়ালী, অধ্যাপক অনিল বিশ^াস, নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, জিল্লুর রহমান ভিটু, চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ^াস, কার্তিক বকসী, ইলিয়াস হোসেন, রাজু আহম্মেদ, উত্তম কুমার গাইন, চৈতন্য কবিরাজ, মো. ইন্তাজ আলী, পলাশ মোল্যা, সবুজ কবিরাজ, গৌর চন্দ্র রায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *