যশোর অফিস : যশোরে মাদক মামলায় আক্তার মন্ডল নামেএক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই ব্যক্তিকে পৃথক আরেকটি ধারায় আরো সাত বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্তার মন্ডল যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের বারিক মন্ডলের ছেলে। সোমবার স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
আদালত সূত্র জানায়,২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার পর যশোর কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকায় চিহ্নিত এক সন্ত্রাসী অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে আক্তার মণ্ডলকে আটক করে। ওইসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই হাসানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেন। এরমধ্যে মাদক মামলায় এসআই এইচ এম মাহমুদ মামলা তদন্ত করে আক্তার মন্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। সোমবার ওই মাদক মামলার রায় ঘোষণার দিনে পলাতক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে পৃথক আরেকটি ধারায় আক্তার মণ্ডল কে আরো সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চারমাসের কারাদন্ডের আদেশ দেন বিচারক।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *