সমাজের আলোঃ সন্ধ্যারাতে যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে রয়েলের চায়ের দোকানে অদূরে দূবৃর্ত্তদের হাতে যুবক এহসানুল হক ইমু (৩২) খুনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় সোমবার ২২ জুন রাতে অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবকের পিতা সৈয়দ ইকবাল হোসেন ইকু বাদি হয়ে মামলাটি দায়ের করে। মামলা নং ৫৪ তারিখঃ ২২/০৬/২০ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজু হলেও হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে আসামীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন।
যশোর নতুন উপশহর বি ব্লক বাসা নং ১০৯ এর মৃত সৈয়দ হারুন অর রশিদের ছেলে নিহত ইমুর পিতা সৈয়দ ইকবাল হোসেন ইকু বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি পুরাতন বিল্ডিংক্রয় করিয়া বিল্ডিংয়ের মালামাল অন্যত্র বিক্রয় করার ব্যবসা করেন। তার ছোট ছেলে এহসানুল হক ইমু তার ব্যবসার সহযোগীতা করে। ইমু ২১ জুন রোববার সন্ধ্যা ৭ টায় বাড়ি হতে বের হয়ে নতুন উপশহর শিশু হাসপাতালের সামনে চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে রয়েলের চায়ের দোকানে সামনে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটের সময় কতিপয় ব্যক্তি একে অপরের মধ্যে হাতাহাতি হলে ইমু তাদেরকে চড় থাপ্পড় মেরে হাতাহাতি বন্ধ করে তাড়িয়ে দেয়। পরে সে রয়েল এর চায়ের দোকানের চা পান করে। এরই জের ধরে হঠাৎ রাত ৮ টার সময় ৩ মোটর সাইকেল ও ২টি ইজিবাইকে অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রয়েলের চায়ের দোকানের সামনে আসে সেখানে চা পান করা অবস্থায় ইমুকে জোর পুর্বক তুলে নিয়ে যেতে চায়। অজ্ঞাতনামা আসামীদের সাথে ইমুর ধস্তাধস্তি হওয়ার প্রাক্কালে ইমু চিৎকার দিলে অজ্ঞাতনামা দূবৃর্ত্তরা ইমুকে ধরালো দাও ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। আসামীরা দ্রুত উপশহর হতে কাঁঠালতলার দিকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা রিকশা চালক ইমুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ৮ টা ৫০ মিনিটে ইমু মারা যায়। হত্যা মামলা রের্কড হওয়ার পর মামলাটি তদন্তর দায়িত্ব পড়ে এসআই কামাল হোসেনের পর। কামাল হোসেনের কাছে হত্যাকান্ডের সাথে জড়িত কেউ আটক হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান আটক করা সম্ভব হয়নি তবে আটকের অভিযান চলছে।

