যশোর অফিস : যশোরে তৃষা আক্তার প্রিয়া (২০) নামে এক যুবতীকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, শহরের শংকরপুর আশ্রম রোড গাড়োয়ানপট্টির নুরু হোসেনের ছেলে রাকিব হোসেন ও চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোডের মৃত লিয়াকত শেখের ছেলে আব্দুল্লাহ ওরফে পাখি । সোমবার সন্ধ্যায় শহরের রেলবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তৃষা আক্তার প্রিয়া শহরের রেলগেটের মৃত আক্তার কাজীর মেয়ে। ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগে চার জনকে আসামি করে গত সোমবার বিকেলে তিনি কোতয়ালি থানায় একটি মামলা করেন । অন্যরা আসামিরা হলেন , রেলগেট শাহরিয়ার হোটেলের পেছনের সেন্টুর ছেলে আসিফ ও রেলবাজার শাহানাজ হোটেলের পেছনের বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব। তাদেরকেউ আটকের চেষ্টা চলছে।

মামলায় তৃষা আক্তার প্রিয়া উল্লেখ করেছেন, আসামি আসিফ ও তার সহযোগীরা এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে থাকে। এ ঘটনা জানতে পেরে পুলিশ এলাকায় আসে। কিন্তু আসামিদের ধারণা, তিনি পুলিশকে সংবাদ দিয়েছেন। এ কারণে তারা তাকে খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। গত ২০ মার্চ রাত ১০টার দিকে তিনি রায়পাড়া কয়লাপট্টির সোহরাব খানের গলির ভেতরে গেলে আসামিরা তাকে দেখতে পেয়ে তার ওপর চড়াও হয়। তারা তাকে মারধর করে। আসামিদের মধ্যে বিপ্লব চাকু দিয়ে ডান পায়ের উরুর নিচে স্টেপ করে। পাখিও চাকু দিয়ে তার ডান পায়ের হাঁটুতে স্টেপ করে। এছাড়া আসিফ তার গড়না দিয়ে গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *