যশোর অফিস : যৌতুক নিয়োধ আইনে স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর সদরের পূর্বচাঁদপাড়া গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে রাকিব উদ্দিন রোকন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচাকর মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো খুলনা কয়রার মাদারবাড়ী গ্রামের হোসেন আলী মোড়ল ও তার মেয়ে সালামা খাতুন ছেলে হাফেজ মাসুম বিল্লাহ, মৃত আব্দুল গণি সরদারের ছেলে ডাক্তার আব্দুল মান্নান সরদার, আবুল কালাম সরদারের ছেলে আব্দুল রহিম সরদার, গোবরা গ্রামের তাজিয়ার রহমানের স্ত্রী হাসিনা খাতুন ও বানিয়া গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে আব্দুল গফ্ফার গাজী।
মামলার অভিযোগে জানা গেছে, রাকিব উদ্দিন রোকন চলতি ছরের ৩০ ফেব্রুয়ারি পারিবারিক ভাবে সালাম খাতুনকে বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতে তার স্ত্রী সালশা তার নামে ৬ শতক জমি অথবা ২০ লাখ টাকা ব্যাংকে জমা করে ডিপোজিট করে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় রোকনের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয় তার স্ত্রী। নানা অজুহাতে সালমা সংসারে অশান্তি শুরু করে। একর্পায়ে গত ২৭ মার্চ যৌতুকের দাবিতে অটল থেকে সালমা গহনা ও নগদ টাকা নিয়ে পিতার বাড়ি চলে যান। একাধিক বার আনতে গেলে অন্য আসামিদের প্রোরচনায় সালমা যৌতুদের দাবি না মেটানো পর্যন্ত সংসর করবেনা বলে আসতে অস্বীকার করে। গত ২৯ জুলাই যশোর সদরের চাঁদপাড়া গ্রামের আবু বক্কার মোল্লার বাড়িতে আসামিদের সংবাদ দিয়ে আনলে যৌতুকের দাবি না মেটানো পর্যন্ত সালমা সংসার করবেনা বলে আসমিরা চলে যায়। বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *