যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ভেকুটিয়ার রাসেল হত্যা মামলার প্রধান আসামী এনামুল সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এসময় হত্যা কাজে ব্যবহ্নত গাছি দাঁ উদ্ধার করা হয়৷গোয়েন্দা শাখা, যশোর এর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পুলিশ পরিদর্শক(নিঃ) মাসুম কাজী সহ অন্যান্য অফিসার ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে ১০ জুলাই রাত্র পৌনে একটার দিকে, নড়াইল সদর থানা এলাকার মীর্জাপুর থেকে আসামী এনামুলকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক বালিয়া ভেকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মফিজুরকে গ্রেফতার করে৷ তাদের উভয়ের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক আসামী মফিজুরের বসত বাড়ী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার তৈরি ধারাল গাছি দাঁ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য

গত ১৫ ফেব্রয়ারি যশোর সদর উপজেলার ভেকুরিয়া গ্রামের আবু সালেক মৃধা এর ছেলে সাব্বির আহম্মেদ রাসেলকে আল আমিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী, বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়াস্থ জনৈক রবিউল ইসলাম বাবু(৩২) দোকানের সামনে দেশে মহামারী করোনা ভাইরাস উপলক্ষ্যে জনসাধারনের মাঝে ত্রান বিতরনের তালিকা করার সময় প্রতিপক্ষ শহিদ মেম্বারের সহযোগি সামিরুলগংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষে সামিরুল গং শহিদ মেম্বারের নির্দেশ মোতাবেক সাব্বির আহম্মেদ রাসেলকে আল আমিনদেরকে দেশীয় অস্ত্র ধারালো গাছি দাঁ দ্বারা কোপাইয়া মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। ওই দিন সাব্বির আহম্মেদ রাসেল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে। এই সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা হয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *