যশোর প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি এলাকা থেকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার শহিদুল ইসলামের ইট ভাটার পাশ থেকে একটি প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা চৌগাছা এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে যশোর শহরের দিকে আসছিল। এসময় র্যাবের আভিযানিক দল উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে চেক করার উদ্দেশ্যে আসলে আসামীরা গাড়ী থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করে।এসময় চৌগাছার ফুলসারা গ্রামের মিজানুর রহমানের ছেলে তরিকুল ইসলাম(২৮), চাঁদপুর গ্রামের মৃত আতুর আলীর ছেলে ফারুক আহম্মেদ(৩৬ ) ও চৌগাছার দিগুরা এলাকার মোস্তফা কামালের ছেলে প্রাইভেটকার চালক রায়হান হোসেনকে আটক করে। এ ব্যাপারে যশোর র্যাবের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
