যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল বুধবার বিকেলে যশোর সীতারামপুর গ্রামে অস্ত্র আইনের একটি মামলায় কবির হোসেন ওরফে ঠান্ডুকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলা সীতারামপুর গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ৭ মামলায় সশ্রম কারাদন্ড রয়েছে। বুধবার বিকেল ৪ টায় র্যাব-৬ এর একটি দল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমতইলিশ গ্রামে অভিযান চালিয়ে জিআর ৭০০/০৫, ও এসটিসি ৪৩৮/০৫ মামলায় ৭ বছর সশ্রম কারাদন্ড ওয়ারেন্টের বুনিয়াদে তাকে গ্রেফতার করে।

