যশোরে সংঘর্ষে নিহত, পরবর্তীতে আসামিপক্ষের বাড়িতে অগ্ন
যশোর অফিস:
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা আসামিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক ব্যবসা ও ইজিবাইক চুরি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একই এলাকার মধু গাছের ছেলে মো. চঞ্চল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চঞ্চলের পিতা মো. মধু গাজী (৫২) ও মো. রবিউল (৩৫), দুজনই ডাকাতিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীর ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তি প্রতিপক্ষের প্রধান আসামি মো.রবিউল গাজীর পাকা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শানতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে ঘটনাস্থলে যশোর সদর থানার পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর সদরের মারপিটে শিশুসহ ৪ জন আহত
যশোর অফিস
যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের আলমনগর গ্রাম লাবনী খাতুন(২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত গৃহবধূ লাবনী খাতুন উপজেলার একই গ্রামের ইমাদুর রহমানের স্ত্রী।
আহত গৃহবধূর স্বামী ইমাদুর রহমান জানায়, গত সেপ্টেম্বর মাসে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় এই ঘটনার পরে থানায় অভিযোগ দাখিল করে তার চাচা শ্বশুর ইকবাল হোসেন। থানা পুলিশ ওই ঘটনার মীমাংসা করে দেয়। সেই পূর্ব শত্রু তার জের ধরে শুক্রবার সকাল সাড়ে সাতটায় বাড়ির উপর এসে প্রতিপক্ষের ফিরোজ, মোস্তফা, ফারুক, ফয়সাল, মাসুম বিল্লাহ, আরাফাত সহ ৫/৬ জন এসে অতর্কিত হামলা চালায়। এ সময় লাবনী খাতুন সহ তার শাশুড়ি রোজিনা, চাচী শাশুড়ি সোনালী বেগম, শিশু বাচ্চা রুহানি, গুরুতর আহত হয়। এ সময় গলার স্বর্ণের চেইন ও কানের দুল, ঘরে থাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রতিপক্ষ ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে।
বর্তমানে গৃহবধূ লাবনী খাতুন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে যশোর জেনারেল হাসপাতালে।
কোতয়ালী থানা ডিউটি অফিসার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
