যশোর প্রতিনিধি
যশোর মনিরামপুর সড়কের সতিঘাটা বেলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এদুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,নিহত ব্যক্তি পোল্টির গাড়ি নিয়ে যশোরের দিকে আসছিলেন। পথে সতিঘাটা বেলতলা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় মাহিন্দ্রাচালক আব্দুর রাজ্জাক আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জানতে চাওয়া হলে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনা শুনেছি স্পটে পুলিশ পাঠানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

