যশোর অফিস : যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে আলম মন্ডল নামে যুবককে পিটিয়ে ও রগকেটে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনাটি ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। নিহত আলম মন্ডল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে। সে স্ত্রী ও সন্তান নিয়ে যশোর শহরতলী পালবাড়ী এলজিইডি অফিসের সামনে মতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাককেন। তিনি ১৮/২০ বছর ধরে চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলার হঠাৎ পাড়ায় বসবাস করতেন। পেশায় তিনি একজন রিকশা চালক। এ ঘটনায় ডিবি কোতয়ালি মডেল থানা পুলিশ বিকেলে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে। নিহত আলম মন্ডলের স্ত্রী মোছাঃ রেকসোনা বেগম বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫জন উল্লেখ পূর্বক শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
নিহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,যশোর সদরের ৭ নং চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার অনুসারী ছিলেন আলম মন্ডল। রাজনৈতিক প্রতিহিংসার জেরে বর্তমান চেয়ারম্যান ও তার অনুসারিরা পূর্বপরিকল্পিতভাবে আলম মন্ডলকে ধরে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে হত্যা করেছে।
নিহতের স্ত্রী রোকসানা বেগম জানান, আলম দুপুর ১টায় চুড়ামনকাটি রেলষ্টেশন এলাকায় দাড়িয়ে ছিলেন। এমন সময় এক দল সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ভাবে আলমকে তুলে নিয়ে আর্দশপাড়ায় কাজীর বাগান নামকস্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রড় দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে, রগ কেটে রক্তাত্ত জখম করে । পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩ টায় তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার জয়বালা বলেন, একজন নিহত হওয়ার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে ফোর্স চলে গেছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে বলে তিনি জানান। এবিষয়ে কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। অথচ কোতয়ালি মডেল থানা হাজতে আলম মন্ডল হত্যাকান্ডে ১০ জনকে দেখা গেছে। এরা হচ্ছে, সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ইউপি মেম্বর মাহবুব হাসান রানুু,মৃত আবু বক্কার সিদ্দিক ওরফে সিদ্দিক এর ছেলে মানিক,ছাতিয়ানতলার দাউদ হোসেনের ছেলে তানভির হাসান রক্সিসহ ১০ জনকে দেখা গেছে। নিহত আলম মন্ডলের স্ত্রী মোছাঃ রেকসোনা বেগম বাদি হয়ে যে ২৫ জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন। তারা হাচ্ছে, মেহেদী হাসান রুনু, মানিক,তানিভর হাসান রক্সি,সুমন হোসেন, শাহাবুদ্দিন, সেলিম হোসেন, আজাদ, মাহবুব হাসান রানু, রকি, বাদল, মাহমুদুর হাসান মামুন, জাকির হোসেন দারা, ইকরাম হোসেন,স্বাদ, মোফাজ্জেল হোসেন, আলম হোসেন, শিমুল, সুমন হোসেন, আমিরুল ইসলাম, রানা, তবিবর রহমান তবি, বাক্কার, রাসেল ও রফিক উদ্দীনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *