যশোর অফিস : দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে আজ শুক্রবার সন্ধ্যায় শহরের বকচর কবরস্হান এলাকায় বিশের চা দোকানের সামনে আব্দুর রহমান রাকিব হোসেন( ২৮) নামে এক যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানান,সন্ধ্যা সোয়া ৬টার দিকে বকচর হুশতলা কবরস্থান পাড়া বিশের চা দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৃর্বৃত্তরা আব্দুর রহমান রাকিবকে উপূর্যপরি ছুরিকাঘাত করে। এতে রাকিব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।পরে স্হানীয়রা উদ্বার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির জন্য জরুরী বিভাগে আনলে কর্তব্যরত ডাঃ মুরসালিন রহমান ৬টা ৫০ মিনিটে তাকে মৃত্যু ঘোষনা করেন।ডাক্তার মুরসালিন রহমান জানান,হাসপাতালে আনার পথে তার মুত্যু হয়েছে। নিহতের ভাই ছোট রাজিব হোসেন জানান কারা ভাইয়াকে মেরেছে জানিনা। আমি সংবাদ শুনে হাসপাতালে এসেছি। নিহত রাকিব বকচর কবরস্হান পাড়ার লিটু সরদারের ছেলে। রাকিব মটর শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে।স্থানীয়রা জানিয়েছেন পূর্ব শত্রুতা ও সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে এলাকার যুবকদের মধ্যে রাকিবের দ্বন্দ চলে আসছিল। তারই কারনে তার প্রাণ দিতে হয়েছে।এব্যাপারে কোতয়ালী থানার ওসি মোঃ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবাদ শুনে আমি ঘটনাস্হলে এসেছি। বিস্তারিত এখন কিছু বলা সম্ভব না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *