যশোর প্রতিনিধি যশোরে জহির বিশ্বাস (৩০) নামে এক সবজি ব্যাবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে৷ আজ বৃৃৃৃহস্পতিবার ভোর ছয় টার দিকে যশোর – মাগুরা সড়কের হাসিমপুর পাঁচবাড়িয়া আমতলা এলাকায় এদুঘটনা ঘটে৷ নিহত সবজি ব্যাবসায়ী সদর উপজেলার হাপানিয়া গ্রামের হাসু বিশ্বাসের ছেলে৷ নিহতের ভাতিজা সবুজ জানায়, আজ বৃৃৃৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাসিমপুর পাচবাড়িয়া আমতলায় সবজি ভরা বাইসাইকেল নিয়ে শহর মুখি হবার জন্য মেনরোড়ে উঠার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে সজরে ধাক্কা দিয়ে তার মাজার উপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যায়,পরে কোতয়ালী থানার উপ-পরিদর্শক( এসআই) রেজাউল ইসলাম ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃৃৃৃত্যু হয়েছে৷ কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) রেজাউল ইসলাম, ঘটনর সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি৷ এই মৃৃৃত্যুর ঘটনায় থানায় জিডি করা হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *