যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল সীমান্তবর্তী শার্শা উপজেলার বাগ আঁচড়া বাজারস্থ ১নং কলেজ গেট রোডে মেসার্স ইয়াকুব অটোস দোকানের সামনে থেকে নাম্বার বিহীন চোরাই ফ্রিডম কোম্পানীর মোটর সাইকেলসহ চঞ্চল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের আলতাফ হোসেন ও শাকিলা খাতুনের ছেলে। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,রোববার ১২ ডিসেম্বর বিকেলে গোপন সূত্রে র্যাবের একটি চৌকসদল খবর পান উল্লেখিত স্থানে এক ব্যক্তি চোরাই মোটর সাইকেল নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে র্যাবের টহলদল অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মোটর সাইকেল আরোহী যুবক চঞ্চল হোসেন দ্রুত পালানোর চেষ্টা করে। র্যাবের চৌকসদল যুবকের চেষ্টা ব্যর্থ করে তাকে গ্রেফতার করে। পরে সে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র দেখানে ব্যর্থতার পরিচয় দেয়। র্যাবের চৌকসদল চিশ্চিত হন মোটন সাইকেলটি চোরাই। উক্ত যুবককে মোটর সাইকেলসহ শার্শা থানায় সোপর্দ করে চুরি মামলা দেন। পুলিশ তাকে মোটর সাইকেল চুরি মামলায় সোমবার আদালতে সোপর্দ করে।

