যশোর অফিস : যশোর সদরের ঘোপ পশ্চিমপাড়া (১৩ নং কচুয়া ইউপি) গ্রামে স্বামী পরিত্যক্তা রোকছানা খাতুন নামে (২৮) একবধুকে ধর্ষনের অভিযোগে কোতয়ালী থানায় মামলা হয়েছে। ঘোপ পশ্চিমপাড়া গ্রামের মৃত বেলায়েত আলীর মেয়ে ধর্ষনের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় সদর উপজেলার নিমতলী ট্যাকের বাজারের আবুল হোসেনের ছেলে আজিত হোসেনকে (৩৯) আসামি করা হয়। পুলিশ আজিতকে আটক করেছে।

মামলায় বলা হয়েছে, রোকছানা স্বামী পরিত্যক্তা। পিতা মারা যাওয়ার পর পৈতিক সূত্রে পাওয়া ১৯ শতক জমিতে বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন। আসামি আজিতের স্বভাব চরিত্র ভালো না। দুশ্চরিত্রের লোক। সম্পত্তির লোভে রোকছানাকে বিয়ে করে ঘর সংসার করবে বলে দীর্ঘদিন ধরে ফুসলিয়ে আসছে। বিভিন্ন প্রলোভন দেয়ার এক পর্যায়ে বিয়ে করতে রাজি হলে আজিত বিয়ের আশ^াস দিয়ে রোকছানার অমতে শারীরিক সম্পর্ক করে। রোকছানা একাধিকবার বিয়ে করার অনুরোধ করলে আশ^াস দিতে থাকে। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় রোকছানার বাড়ি যেয়ে আজিত প্রায় দেড় ঘন্টা শারীরিক সম্পর্ক করে। এ সময় রোকছানা আজিতকে বিয়ের কথা বললে বিবাহ করবে না বলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এ ভাবে আজিত রোকছানাকে একাধিকবার ধর্ষন করে। এঘটনায় রোকছানা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার দারোগা এস আই কাওছার আলম জানান, ১৫ ডিসেম্বর মামলা রুজুর রাতেই নিমতলী ট্যাকের বাজার থেকে আজিতকে গ্রেফতার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *