আজিজুর রহমান, যশোর: যশোর অঞ্চলে হঠাৎ নারকেল গাছের পাতা সাদা হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে হঠাৎ করে এই অঞ্চলে গুজব ছড়িয়ে পড়ে, ‘নারকেলের পাতা সাদা হয়ে যাচ্ছে। এটা করোনাভাইরাস।’ এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষসহ জনপ্রতিনিধিরাও। ফোন দিয়ে, ম্যাসেঞ্জারে, ফেসবুকে পোস্ট দিয়েও বিষয়টি সম্পর্কে জানতে চান অনেকে। এমনকি অনেকেই এটি করোনাভাইরাসের মতো অন্যকোন ভাইরাস বলেও পোস্ট দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নানা ব্যক্তি নানা ধরনের কমেন্ট করতে থাকেন এসব পোস্টে।
তবে এগুলি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, মিলিবার্গ ও হোয়াইট ফ্লাই নামক পোকার আক্রমণে এমন হচ্ছে। নিয়ম করে কিটনাশক স্প্রে করলেই এর থেকে নারকেল গাছের পাতা এমন হবে না।
জানা গেছে, এটি ‘ফাঙ্গাস’ ধরনের একটি ভাইরাস। শীতের শেষ থেকে ভাইরাসটি বর্ষা মৌসুম আসার আগ পর্যন্ত বেশি ছড়িয়ে পড়ে। তাছাড়া ফাঙ্গাশ জাতীয় পোকার ডিম ও লালায় রাতে চাঁদের বা বিদ্যুৎবাতির আলো পড়ে পাতা প্রায় সাদা দেখা যাচ্ছে। যা দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন।
সোমবার রাত ১০টা ৪৯ মিনিটে সাজু মিরাজ নামের একটি ফেসবুক আইডি থেকে এই প্রতিবেদককে ইনবক্সে জানতে চাওয়া হয় ‘আমি কিছু ছবি দেখছি, গ্রামের বাড়ি এবং শহরে সব নারিকেল গাছে সাদা কিছু আবরণ পাওয়া যাচ্ছে। সবাই এটাকে করোনাভাইরাস বলে দাবি করছে। আপনি কতটা সত্য বলে মনে করছেন? নাকি এটি ভুয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নারিকেল গাছে মিলিবার্গ ও হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত নারিকেল গাছের পাতার নিচে মিলিবার্গ ও হোয়াইট ফ্লাই বাসা বেঁধে অসংখ্য ডিম পেড়ে দ্রুত বংশ বিস্তার করছে। এ দুটি পোকা নারিকেলের পাতা থেকে রস চুষে খাচ্ছে। এতে গাছের খাদ্য সংগ্রহ প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। গাছের ফল ধরার ক্ষমতা ব্যাহত হচ্ছে।
বিষয়টি নিয়ে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেছেন, মিলিবার্গ আগে কলা, পেঁপে, পেয়ারা, বেগুন, পটল সবজিতে আক্রমণ করত। বর্তমানে আবহাওয়া অনুকূল হওয়ায় মিলিবার্গ ও হোয়াইট ফ্লাইয়ের বংশ বিস্তার বেড়ে গেছে। এখন নারিকেল গাছেও আক্রমণ শুরু করেছে। আগে এটি কম ক্ষতিকর পোকা ছিল। মাইটো ক্লিন ও কীটনাশক ওষুধ প্রয়োগ করলে এ দুটি পোকা দমন করা যায়।
