সমাজের আলো : এক রোগীর ভ্যানেটি ব্যাগ দিন দুপুরে প্রকাশ্যে টান মেরে দৌড়ে পালানোর সময় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে জনগন। রোজিনা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া বস্তির মৃত মাসুম বিল্লাহর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আনুমানিক পৌনে ১ টায় শহরের জেলরোডস্থ কুইন্স হাসপাতালের সামনে। এই ঘটনায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়ার আইট গ্রামের বাবুল মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান কোতয়ালি থানায় মামলা করেছেন।

সাজ্জাদুর রহমান মামলায় উল্লেখ করেন, তার মায়ের সাথে শুক্রবার ১৩ আগষ্ট সকালে যশোর কুইন্স হাসপাতালে তার নানী সবেদা খাতুনের (৬৫) ডাক্তার দেখানোর জন্য আসেন । শুক্রবার দুপুর পৌনে ১টায় উক্ত হাসপাতালের সামনে পৌছালে আসামি রোজিনা তার মা রেহেনা খাতুনের হাতে থাকা একটি ভ্যানিটিব্যাগ টান দিয়ে কেড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজনের সহায়তায় নারী ছিনতাইকারী রোজিনাকে আটক করা হয়। তার কাছ থেকে সাদা ও গোলাপী রং এর পুঁথি দিয়ে তৈরি একটি পারর্স ব্যাগ জব্দ করা হয়। এ সময় পারর্স এর মধ্যে থাকা ১২শ টাকা উদ্ধার করা হয়। পরে কোতয়ালি মডেল থানা পুলিশকে সংবাদ দিলে কোতয়ালি থানার এসআই রেজাউল করিম সেখানে পৌছে রোজিনাকে হেফাজতে নেন। এর আগে রোজিনা গণপিটুনির শিকার হয়। এসআই রেজাউল করিম জানিয়েছেন, একজন রুগীর টাকা চুরির অভিযোগে রোজিনা নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার বিকেলে তাকে আদালাতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *