যশোর অফিস:
যশোর সদর ফাঁড়ি পুলিশ ৪৫ হাজার টাকার জাল নোটসহ হালিমা বেগম নামে এক নারীকে আটক করেছে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের শওকত আলীর স্ত্রী। বর্তমানে সদর উপজেলার শহরতলীর শেখহাটি নদীরপাড় এলাকার তসলিমের বাড়ির ভাড়াটিয়া। সদর পুলিশ ফাঁড়ি জানায়,গত শুক্রবার ৩ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হালিমা বেগমের ভাড়াবাড়িতে অভিযান চালায় সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা। এ সময় হালিমা বেগমকে আটক করা হয়। গৃহবধূ আটকের পর তার দখলে থাকা ৪৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
