যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ মঙ্গলবার ঘোষিত ফলাফলের মধ্যে যশোরে ৯৮টি নমুনা পরীক্ষা করে ৩৭টি পজেটিভ শনাক্ত হয়েছে৷ এছাড়া যশোর সহ চার জেলায় মোট ১০৮টি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়। যশোর সহ সোমবার চার জেলার ২৭৯টি নমুনা পরীক্ষা করে আজ এই ফলাফল ঘোষণা করা হয়।
যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোরের ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩৭টির ফল পজেটিভ আসে।
এছাড়া মাগুরার ৫৬টি নমুনার মধ্যে ২৩টি, সাতক্ষীরার ৬২টির মধ্যে ৩০টি এবং বাগেরহাটের ৬৩টি নমুনার মধ্যে ১৮টি পজেটিভ ফল দেয়।
পরীক্ষার রিপোর্ট আজ সকালেই সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জনদের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিন শনাক্ত হওয়া নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা নির্ণয় করছে সিভিল সার্জনের দপ্তরগুলো। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।
যশোরে আজ সকাল পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো এক হাজার ৮৪। এ পর্যন্ত জেলা এই রোগে মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৩২ জন।
