যশোর অফিস : যশোরের অভয়নগরে বেসরকারি ক্লিনিক, ডায়গনেস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-৬ যশোর ও স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপড়া শহরের হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, চিকিৎসার নামে প্রতারনা, অপচিকিৎসাসহ নানা অভিযোগের ভিত্তিতে নওয়াপাড়া শহরের হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। এরমধ্যে বিশ্বাস প্রাইভেট ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায়, কোন চিকিৎসক না থাকায় এবং মেডিকেল এসিস্ট্যান্টকে ডাক্তার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ইউনিক কম্পিউটারাইজড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পর্যাপ্ত ডিউটি ডাক্তার নেই। আবার যেসকল সেবিকা আছে তাদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেই। এই ক্লিনিকের অপারেশন থিয়েটারের অবস্থাও অনুপযোগী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *