শহিদ জয়, যশোর: যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় ১১শ’ ছুঁইছুঁই। গত ২৪ ঘন্টায় নতুন করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবিকা নাসরিন সুলতানা ও তত্ত্বাবধায়কের স্টোনো শাহনাজ পারভীনসহ যশোর জেলায় ৩৭জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি দু’জন মারা গেছে। এরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়ার শর্মিলা (৫০) ও যশোরের চৌগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের আলী হোসেন সরদার (৭৫)। শর্মিলার শরীর থেকে নমুনা ১১ জুলাই ও আলী হোসেন সরদারের শরীর থেকে নমুনা ১২ জুলাই নেওয়া হয়েছিল। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মঙ্গলবার ১৪ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৯৯টি নমুনার রিপোর্ট পেশ করেন। এর মধ্যে ৩৭টি পজিটিভ আসে। এর মধ্যে যশোর সদর উপজেলার ৩৪ জন ও শার্শা উপজেলায় ৩জন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র সেবিকা নাসরিন সুলতানা (৩৯) ও স্টোনো শাহনাজ পারভীন (৫০)সহ জেলায় স্বাস্থ্য বিভাগে ১০৩জন এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। গত ১০ মার্চ থেকে সোমব




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *