যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেদা ওরফে টেরা নেদা (৩২) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার সৈয়দপাড়া গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার বিকেল ৪টার দিকে নেদা গদখালি বাজারের একটি দোকানের সামনে দাড়িয়ে ছিলো। গোপন সূত্রে সংবাদ পেয়ে র্যাব সদস্যা সেখানে অভিযান চালিয়ে নেদাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

