যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায পরকিয়ার জের ধরে মনিরুজ্জামানকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছেন আটক বিথি। বিথি খাতুন ঝিনাইদহ জেলার পশ্চিম নারানপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। আটকের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান আসামির জবানবন্দি গ্রহন শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিহত মনিরুজ্জামান মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিথির স্বামী রাজগঞ্জের একটি এনজিওতে চাকরি করতেন। সেসময় বিথির সাথে পরিচয় হয় মনিরুজ্জামানের। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায় তা দৈহিক সম্পর্কে রুপ নেয়। পরে সাইদুরের বদলি হয় শার্শায়। এরপরও বিথির সাথে সম্পর্ক চলতে থাকে। এরমাঝে বিভিন্ন সময় মনিরুজ্জামানকে ব্লাকমেইল করে বিথির কাছে প্রায় টাকা আদায় করে। এক পর্যায় মোটা অংকের টাকা দাবি করে। কিন্তু বিথি তা দিতে অস্বীকার করে। পরে মনিরুজ্জামান বিথির স্বামীকে সবকিছু বলে দেয়া হুমকি দেয়। এরমাঝে বৃহস্পতিবার রাতে স্বামী না থাকার সুযোগে মনিরুজ্জামান বিথির বাড়িতে যায়। বিথি মনিরুজ্জামানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে একাধিক ঘুমের ওষুধ খাওয়ায়। এরপর অজ্ঞান হয়ে পরে মনিরুজ্জামান। পরে বিথি ওই বাড়ির ভেতরে থাকা একটি মোটরসাইকেলের পাশে ফেলে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুড়ে মনিরুজ্জামানের মৃত্যু হয়। পরে পুলিশ বিথিকে আটক করে শনিবার আদালতে হাজির করলে সে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
এদিকে, এ ঘটনায় নিহত মনিরুল ইসলাম মনির পিতা আবুল হোসেন বাদী হয়ে বিথি খাতুনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন।#

