যশোর প্রতিনিধি: যশোরে সন্ত্রাসীরা আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে । নিহতের লাশ যশোর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহত আলাউদ্দিন যশোর শহরতলির আরবপুর মোড় এলাকার শুকুর আলীর ছেলে।

নিহত আলাউদ্দিনের পিতা শুকুর আলী জানান, বছর পাঁচ আগে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে কুসঙ্গে পড়ে নেশা-ভাঙ করে বেড়াতো, বাড়িতে আসতো না। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পায় বলে তিনি তিনি শুনেছেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন।

কারও সঙ্গে শত্রুতা ছিল কি না কিংবা এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তিনি বলতে পারেন না।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে যশোর শহরের পূর্ববারান্দিপাড়া নদীর ধারে মালোপাড়া এলাকায় একটি মেহগনি বাগানের ধারে কয়েক যুবক ধাওয়া করে আলাউদ্দিনকে বুকের দু’পাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান যুবকের হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন প্রাথমিক পর্যায়ে জানতে পেরেছি ,চুরির মালামাল ভাগ বাটোয়ারা নিয়ে এই হত্যাক্নান্ডের ঘটনা ঘটতে পারে। তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি উদ্ঘাটনে আমি নিজে, ইন্সপেক্টর আবু হেনা মিলন, সদর পুলিশ ফাড়ির ইনচার্জ তুষার কুমার মন্ডলসহ একদল পুলিশ ঘটনাস্হলে আছি। পুলিশ আসামীদের আটকের ব্যাপারে তৎপর রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *