সরদার কালাম, লিবিয়া প্রতিনিধিঃ করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব,থমকে গেছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সকল কার্যক্রম।বেকার হয়ে পড়েছেন প্রবাসীরা।প্রবাসী প্রিয়জনদের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবারগুলোও।প্রবাসীরা দেশে টাকা পাঠাতে পারছেন না বেকারত্বের কারণে।সকল চাহিদা পূরণের ব্যর্থতাই হয়ত ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে হবে প্রবাসীসহ তাদের পরিবারগুলো এমন শঙ্কায় দিন কাটছে সকল প্রবাসীদের।
আর সেই দুর্বিসহ জীবনের করোনা সংকটে গৃহবন্দি বেকার ওইসব অসহায় প্রবাসীদের পরিবারগুলোকে অর্থ সহায়তার বিষয়টি জানা না গেলেও- প্রবাসীদের পাশে সম-সাময়িক খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন সংগঠন ও বাংলাদেশ দূতাবস সংস্থা।জানা যায়,লিবিয়ার ত্রিপলীসহ বিভিন্ন শহরাঞ্চলে চলছে লকডাউন।নির্দিষ্ট সময়ানুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ।এতে প্রবাসী বাংলাদেশীরা স্ব স্ব কর্মস্থান থেকে ছিটকে পড়ে বেকারত্বে নানা কষ্টে জীবন যাপন করছেন। এ নিয়ে প্রবাসী বাংলাদেশীদের ফোন কল ও অনলাইন যোগাযোগের মাধ্যমে এ বিশ্ব মহামারী করোনায় সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে খাদ্য সরবরাহ করে চলেছে বাংলাদেশ হাইকমিশন ও স্বেচ্চাসেবী সংগঠন।এবং লিবিয়া দূতাবস ত্রিপলীসহ অন্যান্য এলাকায় নিজেদের গাড়িতে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে পূর্বাঞ্চল বেনগাজী প্রবাসীদের মাঝেও-দ্রুততার সহিত বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি দূতাবাসের বিশেষ সহযোগিতায় এ কার্যক্রম চলমান রেখেছে বলে জানা গেছে।(৪ঠা মে থেকে)বৈশ্বিক এ অচলাবস্থায় লিবিয়া পূর্বাঞ্চলীয় বেনগাজীতে বিশেষ সহযোগি হিসেবে দূতাবাসের তৃতীয় দফার খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।এছাড়া,করোনা সংকটে দূতাবাস কতৃক এ খাদ্য সহায়তা গৃহবন্দি প্রবাসীদের মাঝে চলমান থাকবে বলে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কর্তৃপক্ষদের আশ্বস্ত করেছে বাংলাদেশ দূতাবাস।সেসময় বেনগাজীর বিভিন্ন জায়গায় বসবাসরত প্রবাসীদের বাসায় বাসায় পৌঁছে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোক্তা ও উপদেষ্টা জনাব জাহের আলম,সাধারণ সম্পাদক জনাব শাজাহান মিয়া। সাংগঠনিক সম্পাদক আবুল হাসান।যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কেন্দার ওলি প্রমুখ।এছাড়াও,অসহায় প্রবাসীদের পাশে থেকে বিশেষ সুখবর ও সহায়তা দিয়ে বেনগাজী লিবিয়ায় অবস্থিত আন্তজার্তিক সংস্থা (IOM) আশ্বস্ত করে এক বিশেষ বার্তায় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটিকে জানানো হয়েছে।বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা ও উপদেষ্টা জাহের আলম এ প্রতিবেদককে বলেন,দূতাবাস কতৃক আশ্বস্ত ও খাদ্য সহায়তার পাশাপাশি করোনা সংকটে বৈশ্বিক এ অচলাবস্থায় ও অন্যান্য ভাবে অসহায় হয়ে পড়া প্রবাসীদের কেউ যদি দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন তাহলে(IOM) সংস্থার পক্ষ থেকে তাদের সম্পূর্ণ ফ্রিতে বিশেষ সহযোগিতার আওতায় পাঠানোর ব্যাপারে আশ্বস্ত প্রকাশ করেন (IOM) সংস্থাটি।উল্লেখ্য,বিগত দিনে,কিছু অসৎ পুরাতন ধান্দাবাজ প্রবাসী, আই ও এম (IOM) এর এই ফ্রি কার্যক্রম কে কাজে লাগিয়ে,সাধারন প্রবাসী বাঙালিকে ঠকিয়ে প্রতারনা করে অর্থ উপার্জন করে যাচ্ছিল।বর্তমানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ও আন্তর্জাতিক সংস্থা আই ও এম (IOM) এক সাথে এই ফ্রি কার্যক্রম পরিচালনার উদ্দ্যোগ হাতে নিয়েছে,যাতে ভবিষ্যতে আর কোন প্রবাসী বাঙালি এই প্রতারনার শিকার না হয়।এদিকে দেশে ফেরত যেতে আগ্রহীরা কবে নাগাদ দেশে ফিরে যেতে পারবেন এমন প্রশ্নের জবাবে সোসাইটির উদ্দোক্তা ও উপদেষ্টা জাহের আলম এ প্রতিবেদককে,করোনা পরিস্থিতির উপর নির্ভর করে জানানো হবে বলে জানান তিনি।এছাড়া,দূতাবাস কতৃক কোন নগদ অর্থ সহায়তা অসহায় প্রবাসীরা পাবে কি না জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে তেমন কোন আলোচনা হয়নি বিধায় সঠিক ভাবে কিছুই বলা সম্ভব নয়।তবে,খাদ্য সহায়তা চলমান থাকবে জানিয়ে,উল্লেখ্য সংস্থার পক্ষ থেকে দেশে ফিরে যেতে আগ্রহী অসহায় প্রবাসীদের নিম্নোক্ত ঠিকানা_বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোক্তা ও উপদেষ্টা জাহের আলম,মোবাইল নং _০৯১৩৭৬৪১৯৩।ইন্জিঃ শাহাদাত হোসেন,মোবাইল নং_ ইন্জিঃ শাহাদাত হোসেন,মোবাইল নং_০৯১১৬০৭৯৭৫!এবং প্রবাস গণমাধ্যম কর্মী সরদার কালাম,মোবাইল নং _০৯৪৫২৫৩১১৫_ যোগাযোগ করার আহ্বান জানান জাহের আলম।
