সমাজের আলো : রাজশাহীর পুঠিয়ার যুবলীগ নেতার সঙ্গে অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় মামলা করায় ভুক্তভোগী নারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সংখ্যালঘু পরিবারের ওই নারীর অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। মামলা না তুললে ‘ভালো হবে না’ বলেও হুমকি দেওয়া হয়েছে।

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস, ভুক্তভোগী নারীকে হুমকি
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

সম্প্রতি পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সুমনুজ্জামান সুমনের সঙ্গে ওই নারীর আপত্তিকর ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। তিন দিন থানায় ঘোরার পর গত বুধবার পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই নারী।

ভুক্তভোগী জানান, শনিবার সকাল থেকে দফায় দফায় ফোন করে মামলা তুলে নিতে চাপ দিয়েছেন আসামি সুমনের বাবা বদিউজ্জামান বদি। তিনি পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী নারী আরও জানান, তার স্বামী মাদকাসক্ত। অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি চলে আসেন। এরই মধ্যে দু’বছর আগে সুমনের সঙ্গে তার সম্পর্ক হয়। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সুমন। আর সেই দৃশ্য ধারণ করে রাখেন মোবাইলের ক্যামেরায়। সুমন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় ৭ লাখ টাকাও নিয়েছেন। সম্প্রতি আরও টাকা না দিলে ছবি ও ভিডিও চিত্র ছড়িয়ে দেন তিনি। কিছুদিন থেকে মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে এসব।

এ দিকে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার ব্যাপারে শনিবার (০২ সেপ্টেম্বর) উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাজশাহীতে কর্মরত কয়েকটি মানবাধিকার সংগঠন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *